Programming

পাইথন কেন শিখবেন কিংবা পাইথনকে কেন প্রথম ভাষা হিসাবে পছন্দ করবেন? এই প্রশ্নের উত্তর হিসাবে আমরা ৪টি কারণ নিম্নে তুলে ধরলামঃ

  • সহজ ও মার্জিত গঠন(সিনট্যাক্স)পাইথন দিয়ে প্রোগ্রামিং মানেই মজা। পাইথন কোড যেমন লিখতে মজা তেমনি এটা পড়াও সহজ। এটার গঠন(syntax) কেন প্রাকৃতিক মনে হয়? চলুন নিচের উদাহরণটি দেখিঃa = input() b = input() sum = a + b print(sum)Copyআপনি যদি কখনো প্রোগ্রামিং নাও করে থাকেন তবুও উপরের উদাহরণ থেকে খুব সহজেই অনুমান করতে পারবেন যে, এই প্রোগ্রামটি দুটি সংখ্যা যোগ করে এবং যোগফল প্রিন্ট করে।
  • মাত্রাতিরিক্ত কঠোর নয়পাইথনে ভ্যারিয়েবলের টাইপ নির্ধারন(define) করতে হয় না এবং স্টেটমেন্ট(statement)-এর শেষে সেমিকোলনও(;) বাধ্যতামূলক নয়।পাইথন বরং আপনাকে প্রোগ্রাম অনুশীলনের দিকে জোর দেয়। ফলে নতুনদের জন্য প্রোগ্রামিং শেখা সহজতর হয়ে উঠে।
  •  অর্থবহ(Expressiveness) ভাষাপাইথন আপনাকে অল্প কোড লিখেই বিভিন্ন কার্যকারিতা সম্পন্ন প্রোগ্রাম তৈরি করতে সহায়তা করবে। এখানে গ্রাফিক্যাল ইউজার ইন্টারফেস এবং স্মার্ট কম্পিউটার কম্পোনেটসহ ৫০০ লাইনের নিচে টিক-টাক-টো গেম -এর লিংক দেওয়া আছে। এটা শুধুমাত্র উদাহরণ এর জন্য দেওয়া হয়েছে। পাইথন দিয়ে আপনি কি করতে পারবেন তার আসল মজাটা পাবেন যদি আপনি এর মৌলিক বিষয়গুলো একবার জেনে নিতে পারেন।
  • বিশাল জনগোষ্ঠী এবং সমর্থনআপনাকে সহায়তা করার জন্য পাইথনের রয়েছে বিশাল জনগোষ্ঠী। এছাড়া অনলাইনে অনেক সক্রিয় ফোরামও আছে। সমস্যা সমাধানে যেগুলো খুবই সহায়ক। নিম্নে কিছু অনলাইন ফোরাম এর তালিকা দেওয়া হলোঃ

সঠিক পদ্ধতিতে পাইথন শিখুন

পাইথন প্রোগ্রামিং ভাষা - সততা আইটি কোর্স
পাইথন প্রোগ্রামিং ভাষা – Python Programming language

নিজে নিজে পাইথনে কোড করুন

স্যাট-এ ডজন ডজন টিউটোরিয়াল আছে যা আপনাকে একেবারে শুরু থেকে পাইথন প্রোগ্রামিং শিখতে সহায়তা করবে।

আমাদের টিউটোরিয়ালটি একেবারে নতুনদের জন্য যাদের পাইথন অথবা অন্য কোনো প্রোগ্রামিং ভাষা সম্মন্ধে পূর্বের কোনো জ্ঞান নাই। আমাদের প্রতিটি টিউটোরিয়াল-ই উদাহরণ এবং বিশদ ব্যখ্যাসহ নিবিড়ভাবে লেখা হয়েছে।

আমরা আপনাকে আমাদের উদাহরণগুলো নিয়ে চেষ্টা এবং রান করানোর জন্য উৎসাহিত করছি। আপনি আমাদের উদাহরণের প্রোগ্রামগুলো বুঝে গেলে, এগুলো পরিবর্তন করুন এবং নতুন কিছু তৈরির চেষ্টা করুন। কেননা প্রোগ্রামিং শেখার এটাই সর্বত্তোম পন্থা।
মনে রাখবেন, প্রোগ্রামিং এর ক্ষেত্রে এক হাজার শব্দের চেয়ে একটি উদাহরণ উত্তম।

ডাটা সাইন্স এর জন্য ডাটাক্যাম্প থেকে ইন্টারেক্টিভ টিউটোরিয়াল দেখুন

ডাটা সাইন্স একটি ক্ষেত্র যেখানে বর্তমান সময়ে পাইথন প্রোগ্রামিং ভাষার উন্নতি চোখে পড়ার মত। ডাটা সাইন্স-এর জন্য আপনি যদি পাইথন শিখতে চান তাহলে পাইথন ডাটাক্যাম্প সাইট থকে সম্পূর্ণ বিনামূল্যে ইন্টারেক্টিভ টিউটোরিয়ালগুলো দেখতে পারেন।

admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *